নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর থেকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জামায়াতের ৪০ নেতাকর্মীকে আটক করেছে।
১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি নিবার্চনী প্রস্তুতি সভা হচ্ছিল। পুলিশ কোনো মাধ্যমে খবর পেয়ে সভা ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০ জন নেতাকর্মী রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।
জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলাম একটি ইসলামে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। সব দল তাদের সভা-সমাবেশ করছে, আমাদেরও করার অধিকার আছে। এটা সাংবিধানিক অধিকার। খোলা পরিবেশে প্রোগ্রামটা করছে, এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন।
বেগমগঞ্জ থানার (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ৪০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available