• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:০০:৫১

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নাশকতা মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৩ নভেম্বর শুক্রবার দুপুরে নাশকতা মামলায় আটক করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আলমডাঙ্গায় উপজেলার ১১ জন, চুয়াডাঙ্গা সদরে ৩ জন, দামুড়হুদা উপজেলার ৫ জন ও দর্শনার ৫ জন সর্বমোট ২৪ জনকে আটক করা হয়েছে।

দর্শনা থানা পুলিশ জানায়, নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত (৭১), সাবেক পৌর বিএনপির সেক্রেটারি মহিদুল ইসলাম (৬০), সদস্য মহাম্মদ আলি (৩৬), কামরুজ্জামান (৪০), মিজানুর রহমান (৩৮)।

দামুড়হুদা মডেল থানা পুলিশ সূত্র জানায়, নাশকতার অভিযোগে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন জামায়াতের ইউনিয়ন আমির নাহিদ আলি (৩৮) আবু বকর (৫০), আ. রউফ (৪৮), আনোয়ার হোসেন (৩৯), খোকন (৩৫)।

আলমডাঙ্গায় থানা পুলিশ জানায়, নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তারা হলেন মো. মহাবুল হক (৫৫), মো. সাইদুর রহমান সাকের (৫৫), একদুল (৫৫), মো. সাগর রহমান (৩৬), মো. সাইফুর রহমান (৪৪), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আব্দুল ওহাব মাস্টার (৫৮), মো. মঈন উদ্দিন (৫৮), মো. আলমগীর হোসেন (৪৫), মো. তাহাজুদ্দি (৫০), মো. নাকিব উদ্দিন আহম্মেদ (৪৭)।

একই সময় আটটি টিনের তৈরি জর্দ্দার কৌটার হাত বোমা সদৃশ বস্তু, যা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো, ১০টি লোহার জালের কাঠি, যা বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, তিন টুকরা টিনের তৈরি জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, ২২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন মেহেদি হাসান (২৮), মাহফিজুর (৩৩) এবং আফজালুর রহমান (৩৩)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তাদের নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে শুক্রবার চুয়াডাঙ্গা হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩