বরিশাল (উত্তর) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। ২২ অক্টোবর রোববার বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য অফিসের সূত্রমতে, শনিবার বরিশাল বিভাগে ১১৮ টি অভিযানে ৪৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে ৮৫৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।
এছাড়া বরিশালে ২৯ জন, ভোলায় ১২ জন ও পটুয়াখালীতে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে ৬ জন ও ভোলায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available