• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৫:০৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৫:০৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শহীদদের নামে নামকরণ হলো জাবি সংলগ্ন ৩ ওভার ব্রিজের

১৭ অক্টোবর ২০২৪ রাত ০৮:২৭:৩৫

শহীদদের নামে নামকরণ হলো জাবি সংলগ্ন ৩ ওভার ব্রিজের

জাবি প্রতিনিধি: সাভারের ৩ শহীদের নামে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ৩টি ওভার ব্রিজের নামকরণ করেছে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদ।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ওভার ব্রিজগুলোতে শহীদদের নামে ব্যানার টানিয়ে দেন সংগঠনটির সংগঠকরা। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ওভার ব্রিজে শহীদ শ্রাবণ গাজী ওভার ব্রিজ, প্রান্তিক গেট সংলগ্ন ওভার ব্রিজে শহীদ আলিফ আহমেদ সিয়াম ওভার ব্রিজ এবং বিশমাইল সংলগ্ন ওভার ব্রিজে শহীদ আসহাবুল ইয়ামিন ওভার ব্রিজ সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদের মুখপাত্র বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী শরিফ আহমেদ বলেন, স্বৈরাচার ও গণহত্যাকারী হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের প্রতি সম্মানের জায়গা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। দল-মত নির্বিশেষে শহীদদের স্মরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম বলেন, এই শহীদরা আত্মত্যাগের মাধ্যমে আমাদের জন্য স্বৈরাচারমুক্ত দেশ উপহার দিয়ে গেছে। তাদের নামে স্থাপনাগুলোর নামকরণ একটি সুন্দর উদ্যোগ। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে হলেও স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের রোকনুজ্জামান, দর্শন বিভাগের এম আর মুরাদ, তরিক আহমেদ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণরসায়ন বিভাগের আব্দুল গাফফার, ইংরেজি বিভাগের ফিরোজ আহমেদ রানা, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সায়দার হোসাইন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম আহমেদ, দর্শন বিভাগের শহিদুল ইসলাম, তৌফিকুর রহমান, অন্যান্যদের মধ্যে ছিলেন আকাশ হোসাইন, তাওফিকুর রহমান, আতিক আহমেদ, সামিন ইয়াসার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ