রংপুর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের এমপি জি এম কাদের বলেছেন, ঘোষণা আসুক আর নাই আসুক, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করবো। আমরা দীর্ঘদিন থেকে এটা করে আসছি। সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকা পালন করে এসেছি। জনগণের আস্থা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমরা জনগণের পক্ষেই কথা বলেছি। আমরা সরকারের সমালোচনা করেছি। সরকারের অনিয়ম, দুনীর্তি, দলীয়করণ সব বিষয়েই আমরা সংসদে তুলে ধরেছি। সংসদে যে সকল বিষয় এসেছে সে বিষয় আমরা ভূমিকা রেখেছি। সমালোচনা যেখানে করা দরকার, যেখানে তুলে ধরা দরকার সেগুলো আমরা তুলে ধরেছি। একই ভূমিকা আগামী দিনেও রাখবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
২২ জানুয়ারি সোমবার দুপুরে নগরীর স্কাইভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বতন্ত্ররা বেশির ভাগেই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের সদস্য। কাজেই তারা বিরোধী দল হিসেবে থাকার কথা নয়। সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে জাতীয় পাটি একমাত্র দল। সেই হিসেবে অফিসিয়ালি আমরাই বিরোধী দল। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু পাইনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, জাপা রংপুর মহানগর সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার যূগ্ম আহবায়ক মোঃ শাফিউর রহমান শাফি, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available