আমিরাত প্রতিনিধি: মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের পানিসীমায় এসে পৌঁছেছে। ২১ এপ্রিল রোববার দুপুরের পর জাহাজটি শারজার পানিসীমায় অবস্থান নেয়।
আজ ২২ এপ্রিল সোমবার শারজাহ থেকে সকাল ১০টা নাগাদ যাত্রা শুরু করে ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।
এদিকে জাহাজটির মালিক পক্ষের সঙ্গে আজ দুবাই কনস্যুলেটে বৈঠক হতে পারে বলে জানান দুবাই এবং উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
সূত্র জানায়, সোমবার দুপুরে আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরে কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভিড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক ‘এমভি আবদুল্লাহ’ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে আরও ২৫-২৬ দিন।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available