রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরের প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দল।
২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা মহিলাদলের সভা নেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রসিদ মামুন, ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ।
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায়ন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলাদলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশ ঘটতো না।
গণতন্ত্র নামক শান্তির বাহক জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জনমানুষ তথা দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দেশের চলমান চরম শীতের এই সময়ে পাহাড়ের শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available