• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৮:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদণ্ড, নারীসহ গ্রেফতার ৯

৭ মে ২০২৪ দুপুর ১২:৪৬:০৫

রাণীনগরে ৩ জুয়াড়ির কারাদণ্ড, নারীসহ গ্রেফতার ৯

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৩ জুয়াড়িকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এ রায় ঘোষণা করেন। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

৬ মে সোমবার সন্ধ্যার দিকে জেলার উপজেলার সাহেগঞ্জ এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের এ শাস্তি দেওয়া হয়। আত্রাই উপজেলার গ্রেফতার রহিদুল ইসলামকে সাত দিন, একই উপজেলার জামালগঞ্জ গ্রামের রিয়াদ হোসেনকে ২০ দিন এবং রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, এদিন বিকালে উপজেলা সদরের খট্রেশ্বর হাদিপাড়া মাঠের মধ্যে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। জুয়ার আসরে হানা দিয়ে ওই তিন জুয়াড়িকে গ্রেফতার করে অভিযানের সদস্যরা। এরপর জুয়া খেলার অপরাধে গ্রেফতার তিন জনকে মোবাইল কোর্টের বিচারক এ রায় প্রদান করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, পুলিশের অফিসার-ফোর্স ও উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান।

অপরদিকে সাজাপ্রাপ্ত আসামি ৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। রবিবার ৫ মে রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জি আর সাজা পরোয়ানায় ৫ জন, গাঁজাসহ ২ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপাড়ার আফজালের ছেলে হালিম (৩৬), একই এলাকার রইচ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৮) ও ইলি সরদারের ছেলে নজরুল ইসলাম (৩৫), তেবাড়িয়ার মলিন সরদারের ছেলে আ. রাজ্জাক এবং বিলবাড়ির আনিছারের স্ত্রী ছামেনা বিবি (৩৪)কে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রত্যেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ আরও জানায়, উপজেলার পারইল এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৫৩) ও তার ছেলে সাব্বির হোসেন (২৩)। এছাড়া উপজেলার কয়াকাঞ্চি এলাকার মৃত ইয়াছিন মৃধার ছেলে মমিন ওরফে জহুরুল ইসলামকে (৩৬) ৪০ গ্রাম গাঁজাসহ ও গোনা এলাকার পশ্চিম পাড়ার লোকনাথ প্রাং এর ছেলে ফরিদ হোসেনকে (৪০) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, থানা পুলিশ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার আছে। আর আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। তাই প্রতিনিয়তই মাদকের বিস্তার রোধে জড়িতদের আটক করছি এবং আইনগত ব্যবস্থাও গ্রহণ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩