গাজীপুর প্রতিনিধি: সারাদেশের মতো গাজীপুরেও শুরু হয়েছে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির প্রতিপাদ্য- স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক। বলা হচ্ছে, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
৮ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল হাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
পরে এ উপলক্ষ্যে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে রাজবাড়ী খেলার মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফয়েজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মামুনুল করিম, অধ্যাপক মুকুল কুমার মল্লিকসহ আরও অনেকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজবাড়ি মাঠে কয়েকটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available