নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখি পোষাক কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
২৩ মার্চ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেনসিবল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা ঘরে ফিরে যায়।
জানা যায়, বকেয়া ছুটির টাকা ও ঈদুল ফিতরের ১০০% বোনাস এবং ১০ দিনের ছুটির দাবিতে ২০ মার্চ কর্মবিরতি পালন করেন সেনসিবল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এদিনই কারখানার মালিক শ্রমিকদের সকল দাবি পরিশোধ করেন। তারপরও শ্রমিকরা কর্মবিরতি পালন করায় ২২ মার্চ মালিকপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।
শ্রমিকরা জানান, তারা কাজে যোগ দিবে কোনো বিশৃঙ্খলা করবে না। তাদের কারখানা খুলে দেয়া হউক।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, খোঁজ নিয়ে জানা গেছে ওই কারখানায় বকেয়া বেতন ভাতা পাওনা নেই। তারপরও শ্রমিকরা কেনো বিশৃঙ্খলতার চেষ্টা করছে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available