• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৬:১০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৬:১০ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেরপুরে জাতীয় যুব দিবসে চেক ও সনদ বিতরণ করলেন ডিসি মাহমুদুর রহমান

১ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯:০৮

শেরপুরে জাতীয় যুব দিবসে চেক ও সনদ বিতরণ করলেন ডিসি মাহমুদুর রহমান

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে তিন যুবক পেলেন সাড়ে ৩ লাখ টাকার যুব উদ্যোক্তা ঋণ। একই সাথে ১০ জন নারী সেলাই প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

১ নভেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে যুব ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে যুব ভবন হলরুমে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। পরে উপস্থিত যুবক-যুবতীদের শপথবাক্য পাঠ করান উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরি।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. তোফায়েল আহমেদ (উপ সচিব), শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী ও আত্মকর্মী যুবক মো. বাবুল মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনজন যুব উদ্যোক্তাকে সাড়ে তিন লক্ষ টাকা স্বল্প সুদে ঋণের চেক বিতরণ করা হয়। সেই সাথে ১০ জন নারী সেলাই প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সব শেষে যুব ভবনের বিভিন্ন স্থানে দেশীয় বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষরোপণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২