• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৮:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৩৮:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

১ জুন ২০২৪ বিকাল ০৫:৩২:১৯

সিলেটে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সিলেটের সবকটি উপজেলায় জেলা প্রশাসনের ত্রাণসামগ্রী উপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় ত্রাণ উপজেলার প্রশাসনের মাধ্যমে পানিবন্দি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় ত্রাণসামগ্রী উপ-বরাদ্দের হিসেবে এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ৪০০ মেট্রিক টন চাল, ১৫ লক্ষ ৫০ হাজার নগদ টাকা, ১ হাজার ২৫০ প্যাকেট শুকনা খাবার, ৯ লক্ষ টাকা করে ১৮ লক্ষ টাকার শিশু খাদ্য ও গো-খাদ্যের নগদ টাকা প্রদান করা হয়েছে।

জেলার সহকারী কমিশনার মো. ওমর সানী আকন জানান, সিলেটের সকল উপজেলায় ত্রাণের উপবরাদ্দ প্রদান করা হয়েছে। প্রয়োজনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। বন্যা কবলিত এলাকায় যেন খাদ্য সংকট না হয়, সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩