স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিনে ‘বিলরুট ক্যানেল’ পরিদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়। ইঞ্জিন চালিত নৌকাযোগে মধুমতী বিলরুট চ্যানেল পরিদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার অন্তত একটি নদী বা খালকে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখতে হবে। সে অনুযায়ী আমরা ‘বিলরুট ক্যানেল’ পরিদর্শন করছি। যে সব এলাকায় নদীর জায়গা দখল করা হয়েছে আমরা তা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দখলমুক্ত করার কাজ শুরু করবো।
এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদসহ জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available