• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২২:৪৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে নাফ নদীতে মাছ শিকারের অনুমতির দাবিতে জেলেদের মানববন্ধন

১৪ আগস্ট ২০২৪ রাত ০৮:৪৩:৫৬

টেকনাফে নাফ নদীতে মাছ শিকারের অনুমতির দাবিতে জেলেদের মানববন্ধন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ থাকা নাফ নদী খুলে দিয়ে মাছ শিকারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার জেলেরা। জেলেদের জীবন জীবিকার কথা চিন্তা করে বন্ধ নাফ নদী খুলে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন জেলে সম্প্রদায়। ১৪ আগস্ট বুধবার বিকালে হ্নীলা মৌলভীবাজার স্টেশনের পূর্বে নাফ নদীর পাড়ে সীমান্ত সড়কে হাজার হাজার জেলেরা মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ১৭ সালে রোহিঙ্গা আসার পর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে নাফ নদীতে জাল মারা বা মাছ শিকার বন্ধ করে দেন তৎকালীন শেখ হাসিনা সরকার। এর পর থেকে তা খুলে দিতে আমরা ৭ বছর সরকারের বিভিন্ন দপ্তরে বার বার যোগাযোগ করলেও সংশ্লিষ্ট মহল আমাদেরকে উপরের চাপ আছে বলে জেলেদের ফিরিয়ে দেন। যার কারণে বছরের পর বছর অপেক্ষা করতে করতে আমাদের সব সহায়-সম্বল শেষ হয়ে গেছে। অনেকেই মারাও গেছেন। তবুও জীবন সংসার ও সন্তানদের দিকে তাকিয়ে কষ্ট নিয়ে বেঁচে আছি। আমরা টেকনাফের ৪০ হাজার জেলে পরিবার আর কষ্টে থাকতে চাই না। বৈষম্যবিরোধী এ অবস্থাতে অন্তত নাফ নদীতে জাল ফেলে মাছ শিকার করে জীবন সংসার চলাতে চাই।

মৎস্যজীবী জেলে কসিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের নাফ নদী খুলে দিতে আমরা সরকারে প্রধান উপদেষ্টাসহ সরকারে সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি। সরকারের কোনো দপ্তর নাফ নদী কি কারণে বন্ধ করেছে তা নিয়ে ৭ বছর যাবত কেউ আমাদের জেলেদের একটি লিখিত কাগজ পর্যন্ত দেখাতে পারেনি। যে দপ্তরে যাই না কেনো শুধু মৌখিকভাবে বন্ধ আছে বলে জানায়। জার কারণে আমরা আইনকে শ্রদ্ধা করে এতদিন কষ্ট হলেও মাছ শিকার করিনি।

তিনি আরো বলেন, অতীতে অনেকেই বলেছিলেন নাফ নদী হয়ে মিয়ানমার হতে মাদক, মানব পাচার ও চোরাচালান আসে তাই বন্ধ ছিল। যারা এমন মন্তব্য করেছিলেন তাদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর জানান, ৭ বছর নাফ নদী বন্ধ তার পরেও কী সরকার মাদক, মানব পাচার ও চোরাচালান নাফ নদী থেকে বন্ধ করতে পেরেছে? আমার আশা নাফ নদীতে জেলেরা মাছ শিকারে যখন নদীর বুকে উজ্জীবিত থাকবেন তখন কোনো অপরাধীরা বা মাদক কারবারি, চোরাচালান ও মানব পাচার কারিরা সহজে তা করতে পারবেন না। কেউ ওই কাজ করলেও আমরা তাদের ধরে আইনের হাতে তুলে দিতে পারব।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেওয়ার হোসেন জানান, নাফ নদী বন্ধ বা জেলেরা মাছ শিকারের বিষয়ে মৎস্য বিভাগ এবং পানিসম্পদ মন্ত্রণালয় বলতে পারবে। আর মাছ শিকার আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩