রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে জেলের জালে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ওজন ১৩ কেজি।
২২ মার্চ শনিবার সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায়, জেলে নিমাই হালদারের জালে এ মাছটি ধরা পড়ে। পড়ে মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, জেলে নিমাই হালদার ও তার সঙ্গীরা পদ্মা-যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলেন। এ সময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে খরচসহ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available