• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৫:২৬ (10-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৫:২৬ (10-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:০২

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায়, মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ২ হাজার মিটার জাল ও ২ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ৩০ অক্টোবর সোমবার অভিযান পরিচালনা করে এ জেলেদের গ্রেফতার করা হয়। পরে একই দিন বেলা ২ টায় গ্রেফতারদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ। গ্রেফতারহওয়া জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে ২ টি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, নৌ-পুলিশ আটক জেলেদেরকে দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের কর হয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঢাকা কলেজে 'ক্লিন ড্রাইভ' কর্মসূচি পালন
১০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০৩:০৩



এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
১০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৪:২৮