টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে শালিসি বৈঠক চলাকালে পরিকল্পিতভাবে মুসলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোয়াহারের ছেলে। এই নৃশংস ঘটনাটি ঘটে মাটিকাটা ব্রিজ পাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে একই গ্রামের নয়নের মধ্যে অনলাইনে মোবাইল ফোনে জুয়া খেলা নিয়ে টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ মেটাতে স্থানীয়রা সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিশি বৈঠক ডাকেন।
বৈঠকের সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার মধ্যে মাতাব্বরদের সামনে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রাকিব ও সুজন তাদের বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মুসলিমের আত্মীয়স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত মুসলিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মুসলিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ আরও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available