কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। ৫ নভেম্বর রোববার সকাল সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম মজুমদার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক জামায়াত কর্মী এ মিছিলে অংশগ্রহণ করে।
পরে মিছিল থেকে রাস্তা অবরোধের চেষ্টা করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে গোলাম রসুল, আলামিন ও জানআলী নামের তিন জামায়েত ইসলামী কর্মীকে আটক করেছে তারা।
এর আগে, শনিবার রাতে অভিযান চালিয়ে কোন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নবাব মিয়া ( ৪৩) ও ইকুরিয়া পশ্চিম পাড়া এলাকা থেকে যুবদল নেতা মো. মুমিনকে (৩০) আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ-জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নাজিরেরবাগ এলাকায় জামায়াতে ইসলামী মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বদা সক্রিয় রয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available