• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝালকাঠিতে ৮ তলা বিশিষ্ট আদালত ভবনের উদ্বোধন

১৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:০৪:২৬

ঝালকাঠিতে ৮ তলা বিশিষ্ট আদালত ভবনের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন।

এ সময় তিনি দোয়া মোনাজাতে অংশ নেন। পরে এমপি নতুন ভবনটি ঘুরে দেখেন। ৫৫ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে। ১.৭৫ একর জমির ওপর ৮ তলা এ ভবনটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে ১৫ সেপ্টেম্বর। ঝালকাঠির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ভবনটি নির্মাণ করেছে। ভবনটিতে আধুনিক বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহারিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই উপস্থিত ছিলেন।

৮ তলা এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাশ কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট, অত্যাধুনিক লাইব্রেরী, কনফারেন্স রুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, নামাজের কক্ষ এবং বিচারকদের খাস কামরা। এছাড়াও এখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসকক্ষ, অপেক্ষমান কক্ষ এবং  শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরে এমপি আমির হোসেন আমু আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩