নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশন। ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে সাময়িক সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
অবশেষে ৮ আগস্ট বৃহস্পতিবার গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা। তিনি জানান, টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের পরে সৃষ্টি হওয়া গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পলায়নের পর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারও আসছে। এরই মধ্যে ঘরে দাঁড়াতে শুরু করেছে ১৫ বছর নিপীড়নের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available