হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ১০ হাজার ৫৩১ জন স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
স্বল্প মূল্যে এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।
১৪ জানুয়ারি রোববার বেলা ১২টায় হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ডের জন্য হিলি স্থলবন্দরের মাইক্রোস্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়।
এসময় সেখানে একাডেমি সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, ডিলার আলমগীর হোসেন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫৩১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available