• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে টিসিবির ১৭৫ বোতল তৈল ডিলারের নিকট থেকে জব্দ

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩০:০৮

গুরুদাসপুরে টিসিবির ১৭৫ বোতল তৈল ডিলারের নিকট থেকে জব্দ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: অবৈধভাবে মজুদ করা সরকারি টিসিবির ১৭৫ বোতল তেল উদ্ধার করেছে র‌্যাব-৫। তেলগুলো গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের ডিলার রিপন আলীর নিকট বিক্রি করা  হয়েছিল।

২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিংড়ার বিলদহর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিলদহর বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় স্থানীয় ব্যবসায়ী শাহআলমের বাড়িতে টিসিবির চালের বস্তায় মজুত করা অবস্থায় তেল ভর্তি ১১০টি বোতল পাওয়া যায়। এছাড়া ড্রামে খোলা অবস্থায় পাওয়া যায় আরও ৬৫ বোতল তেল। এরপর তেল এবং ড্রাম জব্দ করে র‌্যাব।

স্থানীয়রা জানান, গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে টিসিবির ডিলারশিপ নিয়েছেন রিপন আলী। রিপন আলী উপজেলার সাবগাড়ি এলাকার বাসিন্দা। তার বাড়ি থেকে সিংড়া উপজেলার সিমান্ত বিলদহর বাজার খুব কাছাকাছি। সেই সূত্র ধরেই দীর্ঘদিন ধরে রিপন আলী অবৈধভাবে টিসিবির তেলসহ অন্যান্য পণ্য গোপনে বিলদহর বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

কেউ কেউ আবার বলছেন, সরকারি এসব তেল বা অন্যান্য পণ্য এই দোকানদারে কোথায় কার কাছে পেল। টিসিবির পণ্যত সরকারি কোন কর্মকর্তার যোগসাজশ ছাড়া পাওয়া যাওয়ার কথা না।

বিলদহর এলাকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন ব্যবসায়ী শাহআলমের বাড়িতে টিসিবির বোতল থেকে ড্রামে তেল ঢালতে দেখেন। এ সময় ৬৫টি খালি বোতল দেখতে পেয়ে স্থানীয়রা র‌্যাবের কাছে খবর দেয়। পরে সন্ধ্যায় র‌্যাব অভিযান চালিয়ে তেল জব্দ করে।

র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী শাহআলমের বাড়িতে অভিযান চালায় তার দল। টিসিবির মনোগ্রামযুক্ত (সরকারি পণ্য বিক্রয় যোগ্য নয়) সয়াবিন তেল ভর্তি ১১০টি বোতল জব্দ করা হয়। ড্রামে খোলা অবস্থায় আরও ৬৫ বোতল পাওয়া যায়। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩