প্রযুক্তি ডেস্ক: উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এর ভক্ত ও ব্যবহারকারীদের সবসময় এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় টেকনো নিয়ে এসেছে আরেকটি চমক। সম্প্রতি ব্রান্ডটি স্পার্ক গো ২০২৪ লাইনআপ থেকে নতুন একটি ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট। ৩ জিবি র্যাম সম্বলিত নতুন ভ্যারিয়েন্টটি আগ্রহীরা আপাতত শুধুমাত্র দারাজ থেকে বিশেষ অফারে ক্রয় করতে পারবেন।
টেকনো ব্যবহারকারীরা আগামী ২০ জুলাই পর্যন্ত দারাজ থেকে অবিশ্বাস্য মূল্যে কিনতে পারবেন এই ফোন। স্পার্ক গো ২০২৪- এর ৪ জিবি ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। লঞ্চের পর থেকেই টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে আগের ভ্যারিয়েন্টটি। এই ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে এবং ভক্তদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ব্র্যান্ডটি এই (৩+৬৪ জিবি) ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। দারাজে বিশেষ অফার চলাকালীন সময়ে ক্রেতারা আকর্ষণীয় মূল্যে মাত্র ৯,৪৯৯ টাকায়, এই ফোনটি ক্রয় করার সুযোগ পাবেন। সাথে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।
এই ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ-সি কানেক্টিভিটি এবং ৯০ হার্জ ৬.৬" হোল স্ক্রীন। ফলে ব্যবহার করার সময় পাওয়া যাবে খুবই মসৃণ অনুভূতি। চমৎকার টেক্সচার এবং স্লিম বডির সমন্বয়ে তৈরি মিনিমালিস্ট স্কয়ার শেপ ডিজাইন এই ফোনকে করে তুলেছে আরও বেশি সুন্দর ও স্টাইলিশ। সাথে আছে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেনডেবল (সম্প্রসারণযোগ্য) স্টোরেজ সুবিধা। এছাড়া, ফটোপ্রেমীদের জন্য এই ডিভাইসে আছে ১৩ মেগাপিক্সেল এইচডিআর পোর্ট্রেট ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিজের আনন্দময় মুহূর্ত এবং প্রাণচঞ্চল উচ্ছল হাসি ক্যামেরাবন্দী করে রাখতে দ্রুত দারাজ থেকে কিনে নিন টেকনো স্পার্ক গো ২০২৪।
সাধ ও সাধ্যের সমন্বয় করার এক্ষুনি সময়, স্পেশাল অফারের সাথে সেভিংস করার সুযোগ। আর এই কাজটিই আপনি করতে পারেন দারাজ থেকে এই ডিভাইসটি কেনার মাধ্যমে। উল্লেখ্য, টেকনো ব্যবহারকারীরা নতুন এই ভ্যারিয়েন্টটি ২০ জুলাইয়ের পর থেকে দেশব্যাপী যেকোনো আউটলেট থেকে রিটেইল মূল্যে কিনতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available