নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামুইরহাটে ট্যাপেন্টাডলসহ রাহেনুর রহমান (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক রাহেনুর রহমান উপজেলার পিরলডাঙ্গা গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় উপজেলার হরিতকিডাঙ্গা এলাকা থেকে র্যাব-৫ এর আভিযানিক দল তাকে আটক করে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক আসামি রাহেনুর একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫ এর গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার ধামুইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাবের পক্ষ থেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available