নড়াইল প্রতিনিধি: নড়াইলের অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরূনিমা রিসোর্ট স্থাপনের ফলে এখানে ইতোমধ্যেই বেশ কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
১২ জানুয়ারি শুক্রবার অরূনিমা রিসোর্টে পাখি দর্শন, ফান গলফ টুর্নামেন্টের উদ্বোধন ও বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম এসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং অরূণিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান মাহবুব পারভেজ ও নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাাফিজুর রহমান।
তিনি বলেন, অরূনিমা রিসোর্ট গলফ ক্লাব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। এ রিসোর্টের ফলে গ্রামীণ ও কমিউনিটি ট্যুরিজমের বেশ উন্নয়ন হয়েছে। অরূনিমা রিসোর্টের পাখি, প্রাকৃতিক পরিবেশসহ প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার, সুবৃহৎ লেক, সুইমিং পুল এবং আবহমান বাংলার পিঠা ইত্যাদি উপভোগ করে আমি মুগ্ধ হয়েছি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মোট ১৪৯৮টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এছাড়া সরকার একটি ট্যুরিজম মাস্টার প্ল্যান করেছে। এটির মাধ্যমেই এদেশের পর্যটন শিল্পের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন শিল্পের উন্নয়ন অনস্বীকার্য। বাংলাদেশের প্রাইভেট সেক্টর পর্যটন শিল্পের উন্নয়নে বেশ ভালো ভূমিকা রাখছে। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অরূনিমা রিসোর্ট গলফ ক্লাব।
উল্লেখ্য, অরূনিমার প্রাকৃতিক দৃশ্য অবলোকনের জন্য স্থাপিত ‘ওয়াল উইনং বিসটা’ উদ্বোধন করেন তিনি। সচিব অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবের পার্শ্ববর্তী এলাকা ঘুরে এ অঞ্চলের আরও কিছু পর্যটন আকর্ষণ চিহ্নিত করে। অরূনিমা রিসোর্টে বৃক্ষ রোপন করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available