• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৭:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৭:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে ছিনতাইকারীসহ ৮ জন আটক

১৭ মে ২০২৪ সন্ধ্যা ০৭:০২:৪১

কক্সবাজারে ছিনতাইকারীসহ ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক: পর্যটন জোন থেকে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সাড়াঁশি অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। চলমান অভিযানে হোটেল মোটেল জোন থেকে ৭ জন ছিনতাইকারীসহ এক শিশু বলাৎকারকারীকে আটক করা হয়।

১৬ মে বৃহস্পতিবার রাত ১২টায় পর্যটন জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জন ছিনতাইকারীকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

আটকদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। ৪ ছিনতাইকারীর সাথে একজন অটোরিকশা চালকও ছিল। পরে তাকেও আটক করা হয়েছে।

একই দিন রাত ২টার দিকে ছুরি ও রড নিয়ে ছিনতাইয়ের সময় আরও দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের অভিযানিক দল।

এদিকে হোটেল জোনে রেস্তোরাঁ মালিক কর্তৃক এক শিশুকে বলাৎকারের দায়ে ট্যুরিস্ট পুলিশ কলাতলী থেকে রেস্তোরাঁ মালিক রফিককে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে।

আটক ছিনতাইকারীরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো. নুর ওরফে পেঠান, পাহাড়তলীর ইছুলুঘোনার ইমাম হোসেনের ছেলে মো. শিহাব উদ্দিন, মহেশখালী উপজেলার দক্ষিণ নরভিলা এলাকার কবির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম, মহেশখালীর সিকদারপাড়ার বেলাল আহমদের ছেলে শাহেদ আহমদ, একই এলাকার মাহবুব আলমের ছেলে তোফাজ্জল হাসনাত রনি, মহেশখালীর ৪নং ওয়ার্ডের থানাপাড়ার মনির আহমদের ছেলে মজিবুর রহমান, কক্সবাজার সদরের দরিয়ানগর বড়ছড়া এলাকার আক্তার কামালের ছেলে মো. উসমান ওরফে সবুজ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ট্যুরিস্ট পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৭ জন ছিনতাইকারীকে আটক করে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে একজনকে শিশু বলাৎকারের অভিযোগে আটক করা হয়। পর্যটন জোনে কোন অপরাধীর স্থান হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩