মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৮ অক্টোবর রোববার সকালে জান্নাতুল মারুয়া সাবিয়া (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে মেঘনা নদীর ষাটনল এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধার হয় সুমনা আক্তার (২৮) নামের এক নারীর মরদেহ। এ ঘটনায় এখন পর্যন্ত এক নারী ও এক শিশুসহ দুইজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের । নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা।
ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এর মধ্যে ৫ জনকে ঘটনার দিন ৬ অক্টোবর শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে।
উদ্ধার হওয়া নিহত শিশু জান্নাতুল মারুয়া সাবিয়া গজারিয়ায় ফুলদি গ্রামের কাজি বোরহান উদ্দিনের মেয়ে।
উল্লেখ্য, ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুন্সীগঞ্জের সিমান্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলার টুবির ঘটনায় রোববার সকালে জান্নাতুল মারুয়া সাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং নিহত সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)সহ ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available