• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৫১:৪৩ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৫১:৪৩ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

১৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২২:২৮

ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক জাফর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

১৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলার ঢাকা-টাঙাইল বাইপাস সড়কের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের গুতুইল এলাকার আব্দুল গফুরের ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান হতাহতের খবরটি নিশ্চিত করেন।

আহতরা হলেন- হাবিবুর রহমান (৩৬), আমীর হোসেন (২৫) ও জাহিদ হোসেন (২৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে দিকে ধামরাইয়ের আমতলা এলাকা থেকে সিএনজিতে করে অন্তত ৪ জন যাত্রী নিয়ে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক পার্শ্ববর্তী ইটভাটায় প্রবেশ করছিল। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এছাড়া সিএনজিতে অন্তত তিন জন যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাসুদ জানান, দুর্ঘটনায় আহত তিনজন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এরমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। অপর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ