• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আলমডাঙ্গা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

৩ নভেম্বর ২০২৩ দুপুর ১২:০৭:২৬

আলমডাঙ্গা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও মারা যান ট্রাক চালক সোহেল (৩৫)। এ সময় ট্রাকে থাকা অপর ২ জন আহত অবস্থায় পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানান। ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বসত বাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।  

নিহত সোহেল আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি খালি ট্রাক রোয়াকুলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্থ হলেও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা ট্রাকের মধ্যে থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জেনেছি। এছাড়া ট্রাকে থাকা অপর দু’জন আহত অবস্থায় পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহিত বলেন, স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি ট্রাক চালক ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা আক্তার হিরা বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। আমরা তাকে মৃত অবস্থাতেই পেয়েছি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩