• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:২৬:৫৫ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:২৬:৫৫ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কসবায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা

১১ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩৬:৩০

কসবায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা।

১১ আগস্ট রোববার সকাল থেকে রাস্তায় নেমে দায়িত্ব পালন করছে তারা। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও করছে শিক্ষার্থীরা।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুটি-চৌমহনি গরুর বাজার এলাকার যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শও দিচ্ছে।

আনোয়ার মিয়া নামের এক গরুর ব্যবসায়ী বলেন, চলমান পরিস্থিতিতে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রাস্তায় না থাকায় সকাল থেকেই এই রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও ক্রেতারা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা মাঠে নামায় পথচারীসহ শহরের মানুষের মাঝে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

আলিম নামের এক পিকআপ চালক বলেন, শহরে পুলিশ নাই। ছাত্ররা রাস্তায় নেমে দায়িত্ব পালন করায় আমাদের অনেক সহযোগিতা হচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কসবা উপজেলার সমন্বয়কদের একজন আমিনুল ইসলাম আমিন বলেন, হাইওয়ে পুলিশ না থাকায় শহরের এই জায়গায় সবসময়ই যানজট লেগে থেকে। আমরা এখানে ১০-১২ জন মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। শহরের অন্যান্য জায়গায়ও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছে। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে আমরা এই দায়িত্ব পালন করে যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫