স্টাফ রিপোর্টার, ফরিদপুর: কারও হাতে বাঁশি, কারও বিএনসিসির পোশাক। কয়েক জনের হাতে প্রতীকি ওয়াকিটকি। এ যেন পুরো এক তরুণ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আবির্ভুত হয়েছেন। এ কাজে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষার্থীরাও রয়েছেন। এ দৃশ্য এখন ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন সড়কে।
১১ আগস্ট রোববার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের উদ্যোগে রোদ বৃষ্টি উপেক্ষা করে অব্যাহত রয়েছে তাদের ট্রাফিক কার্যক্রম। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলা এবং যানজট নিরসনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
পুলিশ থানায় যোগদান করলেও তারা কাজে যোগদান করেনি এখনও। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কাজে সহযোগিতার জন্য যোগদান করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। তাদের যৌথ প্রচেষ্টায় যানজট নিরসন করছে। বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল কেউ উল্টো দিকে চালালে দৌড়ে তাদের গতিরোধ করে শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করাচ্ছেন শিক্ষার্থীরা। আ়বার কেউ মাথায় হেলমেট না থাকলে তার গতিরোধ করে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম, ভাঙ্গা বিশ্বরোড, ভাঙ্গা বাজারের মূল পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ শিক্ষার্থীরা কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে অনেকটাই ফাঁকা। যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করছে। শিক্ষার্থীদের এমন কাজকর্মে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available