• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার বাহিনীর সাথে মাঠে থাকবে বিএনসিসি

৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:৪৯:৩০

ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার বাহিনীর সাথে মাঠে থাকবে বিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। আনসার বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করবে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করবে বিএনসিসি ক্যাডেটরা।

৭ আগস্ট বুধবার বিএনসিসির মহাপরিচালকে পক্ষে মেজর এস এম আমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশ প্রদান করেন। এতে অনতিবিলম্বে এই নির্দেশ পালনের কথা বলা হয়।

এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশের ওপর আক্রমণ করছে। ফলে দেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতে আগ্রহী ক্যাডেটরা আনসার বাহিনীর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে।

এতে আরও বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও তারা অংশগ্রহণ করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দায়িত্ব প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়।

এদিকে, মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এতে সাধারণ মানুষও অংশ নেন। এছাড়াও নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এর আগে, ৬ আগস্ট মঙ্গলবার ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩