• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

নিউইয়র্কে ব্যবসা বন্ধ, ট্রাম্পের ৩৫ কোটি ডলার জরিমানা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৩:৫২

নিউইয়র্কে ব্যবসা বন্ধ, ট্রাম্পের ৩৫ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: পর্নো তারকার সঙ্গে কেলেঙ্কারির মামলা চলমান অবস্থায় দায়ের করা জালিয়াতির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। একই সঙ্গে নিউইয়র্কে ট্রাম্প ও তার সহযোগীদের ব্যবসাও ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন সময় ১৬ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্কের ফেডারেল আদালত এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টি জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী। তিনি জানান, ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউইয়র্কের ফেডারেল আদালত ট্রাম্পকে এই জরিমানার আদেশ দেন। একই সঙ্গে নিউইয়র্কে ব্যবসা নিষিদ্ধ করা হয় ট্রাম্প ও তার সহযোগীদের। খবর সিএনএনের।

রায়ে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে নিজের ও তার দুই ছেলের নামে থাকা সম্পদের মূল্য অনেকগুণ বেশি দেখিয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেন।

এদিকে, নির্বাচনের আগে বড় অঙ্কের এই জরিমানা ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা। তার ওপর নিষিদ্ধ করা হয়েছে ব্যবসাও। সব মিলিয়ে ধনকুবের ট্রাম্প সাম্রাজ্য এখন টালমাটাল রয়েছে।

তবে বরাবরের মতো এবারও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তার আইনজীবী। যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হলে উচ্চ আদালত মামলাটি পর্যালোচনা না করা পর্যন্ত এই রায় স্থগিত থাকবে। আর আপিল চলাকালে ট্রাম্প জরিমানা বা ব্যক্তিগত সম্পদ জব্দ এড়াতে চাইলে তাকে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে।

২০২২ সালে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ব্যাংক লোন ও বীমা সুবিধা নেয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে ডোনাল্ড ট্রাম্প ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এই দেওয়ানি মামলা হয়। তদন্ত শেষে ট্রাম্পের কোম্পানি ঋণ পাওয়ার ক্ষেত্রে সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখানো আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পাওয়া, ব্যবসায়িক রেকর্ড, বীমা জালিয়াতি এবং ষড়যন্ত্রসহ বেশ কয়েকটি অভিযোগে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত।

বাদীপক্ষের আইনজীবীরা বিচারকের কাছে ট্রাম্পকে জরিমানা করার পাশাপাশি এই অঙ্গরাজ্যে যাতে তিনি ব্যবসা করতে না পারেন, সেই আর্জিও জানিয়েছিলেন। এছাড়া বেশ কয়েকটি ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩