• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৬:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৬:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ট্রেনে পুড়ে নিহত হওয়ার ৪১ দিন পর সন্তানের মরদেহ পেল পরিবার

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫১:০৩

ট্রেনে পুড়ে নিহত হওয়ার ৪১ দিন পর সন্তানের মরদেহ পেল পরিবার

নীলফামারী প্রতিনিধি: ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার ৪১ দিন পর নিখোঁজ নীলফামারী সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) শিক্ষার্থীর আবু তালহার (২৪) মরদেহ শনাক্ত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়৷

রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের আব্দুল হকের ছেলে আবু তালহা (২৪)।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তালহার বাবা আব্দুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় আবু তালহার মরদেহ বহনকারী গাড়িটা গ্রামের বাড়িতে পৌঁছেছে।

ঢাকা কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন পোড়া চারটি মরদেহের চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। আদালতের আদেশে দাবিকৃত স্বজনদের ও মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে ক্রস ম্যাচিং করা হয়। তারপর মরদেহগুলো শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আগুনে পুড়ে মারা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩