• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩২:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াশালে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে পিতার মৃত্যু

৩ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:০৪:৪৩

ঘোড়াশালে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে পিতার মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় চোখের সামনেই পিতার মৃত্যু দেখে সাথে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮) অজ্ঞান হয়ে পড়ে। ৩ নভেম্বর রোববার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের সামনের পুরাতন রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মনসুর মিয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত মিয়া শাহের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে একদল রেল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিল। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রীজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিল। এসময় সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ব্রীজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হতে দৌড়াতে থাকেন।

এক পর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।

ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বাবু।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত মনসুর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩