কক্সবাজার প্রতিনিধি: স্বপ্নের রেলপথের নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ক্রটি আছে কি না তা যাচাই করতে প্রথমবারের মত ৫ নভেম্বর সন্ধায় কক্সবাজার আইকনিক স্টেশনে যাচ্ছে ট্রেন। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার আসা এই ট্রেন রোববার সকাল ৯ টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে ট্রেনটি চট্টগ্রাম ত্যাগ করেছে। বহরে রয়েছেন রেলের পরিদর্শন অধিদফতরসহ প্রায় ২০০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী।
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বলেন, যাত্রায় তারা নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করবেন এবং নব-নির্মিত রেলপথের ব্রীজগুলোতেও দাঁড়াবে। মূলত দোহাজারী-কক্সবাজার রেলপথ খুঁটিনাটি সব বিষয় পর্যবেক্ষণ করবেন এই টিম। রেল লাইন ঠিক আছে কিনা রেল চলতে পারবে কিনা সেটা যাচাই করা হচ্ছে। এটি ট্রায়াল রান নয় বরং গর্ভামেন্ট ইন্সপেকশন।
১১ নভেম্বর রেলপথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার নিয়মিত চলাচল করেবে এ ট্রেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available