জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামীকাল ১ নভেম্বর থেকে নতুন রুটে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল শুরু করবে সুন্দরবন এক্সপ্রেস। ২ নভেম্বর ধেতে একই রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকায় আসবে। এর মাধ্যমে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলে নবদিগন্তের সূচনা হচ্ছে।
রেলওয়ে সুত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু হয়ে ঐ রুটে ঢাকার সঙ্গে প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করে। বিকল্প রুট ও ডবল লাইন না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন প্রায় ৪৮ টি ট্রেন চলাচল করছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যমান এই রুটে ঝুঁকি কমিয়ে নিয়ে আসতে এবং দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালাতে নতুন রুট ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। পর্যায়ক্রমে আরও ট্রেন নতুন এই রুটে যুক্ত করা হবে।
বর্তমানে ট্রেন দুটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলের কারনে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল পর্যন্ত যেতে সময় লাগছে প্রায় ১১ ঘণ্টা। নতুন রুট চালুর পর পদ্মা সেতু পার হয়ে ঢাকা পৌঁছাতে ট্রেন ২ টির সময় লাগবে মাত্র সাড়ে ৫ ঘণ্টা। উন্নত ট্রেন লাইনর কারনে ট্রেন চলবে প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আরও ১০টি ট্রেন চালানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনগুলো চালানো হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
জানা যায়, নতুন রুটের ট্রেনগুলো কমলাপুর স্টেশন ৮, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফরম হয়ে চলাচল করবে। ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন রেলপথে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে লোকবলসহ সব ধরনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীরা আগের নিয়মেই অনলাইনে টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সরওয়ার।
সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকার কমলাপুরে পৌঁছাবে ভোর ৫ টা ১০ মিনিটে। অন্য ট্রেনটি সকাল ৮ টা ১৫ মিনিটে কমলাপুর ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে বিকাল ৩ টা ৫০ মিনিটে। এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে বেলা ১ টায় ছেড়ে এসে ঢাকা পৌঁছাবে রাত ৮ টা ৪৫ মিনিটে। অন্য ট্রেনটি ঢাকা থেকে ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৭ টা ২০ মিনিটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available