পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: কোটা আন্দোলনে দেশের চলমান পরিস্থিতিতে সারা দেশে সীমিত পরিসরে ট্রেন চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসে ফের রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
৪ আগস্ট রোববার থেকে আবারও বন্ধ থাকবে ট্রেন চলাচল। ৩ আগস্ট শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে দীর্ঘ ১৩দিন বন্ধ থাকার পর ১ আগস্ট চালু হওয়া স্বল্প দূরত্বে চলাচলকারী কমিউটার, মেইল ও লোকালসহ সকল ট্রেন আজ থেকে আবারও ঘোষণা করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের কারণে চলমান পরিস্থিতিতে দুর্ঘটনা রোধে এ উদ্যোগ নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ট্রেন চলাচলের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available