• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৮:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহালের দাবিতে মানববন্ধন

৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৩২

ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহালের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল এবং বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পুনর্বহালের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে ঈশ্বরদী রেলস্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনে উপজেলার সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয়।

ঈশ্বরদী ছাত্র জনতার আহ্বায়ক মাসুম পারভেজ কল্লোলের সমন্বয়ে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক ফজলুল হক, ঈশ্বরদী পৌর সভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, বিশিষ্ট ফুল ব্যবসায়ী মাহমুদুর রহমান জুয়েল, বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ ছাত্র প্রতিনিধি মহিম মেহেরাব, সাজিদুর জামান দিহানসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ঢাকা-খুলনা-ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে তা চালু রাখার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। ঈশ্বরদী রেল স্টেশনে দাঁড়িয়ে মানববন্ধন চলাকালে খুলনা-ঢাকা আগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।

এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ ছাত্র প্রতিনিধি ও মানববন্ধনের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোল ট্রেন যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩