নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী।
২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে, চুয়াডাঙ্গা, দর্শনা ও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে শতশত যাত্রী আটকে পড়েছেন। ভোর থেকে অনেকেই স্থানীয় যানবাহনের মাধ্যমে নিজ গন্তব্যে ফিরছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, রাত ২টার পর থেকে আটকে আছি। শুনেছি ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। পরীক্ষা দিতে খুলনায় যাচ্ছিলাম। দেরি হলেও বিকল্প উপায়ে লোকাল বাসের মাধ্যমেই খুলনায় যেতে হচ্ছে
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available