সিলেট প্রতিনিধি: সিলেটে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। ফলে বাধ্য হয়ে এক বেডে ৪ জন শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, তীব্র শীত ও ঠান্ডাজনিত কারণে সিলেটজুড়ে বাড়ছে নিউমোনিয়া, ঠান্ডা জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়াও রয়েছে ব্রংকাইটিসের প্রাদুর্ভাব। এর মধ্যে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। এসব রোগে শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা কষ্ট পাচ্ছেন বেশি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, একটি বেডে ৩ থেকে ৪ জন শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য মেডিসিন ওয়ার্ডে দেখা গেছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের অধিকাংশই বয়স্ক। প্রতিদিনই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত নার্স। বিশেষ করে বয়স্ক রোগীরা শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়াজনিত কারণেই বেড়েছে শিশু রোগের প্রকোপ। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ওসমানী হাসপাতালের ইনডোর-আউটডোর উভয় বিভাগে রোগীর চাপ বাড়ছে। সাধারণত হাসপাতালটিতে ২ হাজারের মতো রোগী ভর্তি থাকলে তা ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। শিশু ওয়ার্ডে এই চাপটা একটু বেশি আছে। সেখানে একটি বেডে ৩ থেকে ৪ জন শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই সময়ে এমনিতেই ঠান্ডাজনিত রোগীর চাপ থাকে। তবে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে রোগীর চাপ তুলনামূলক বেশি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available