• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:০৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:০৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, আহত ৩

৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪১:০১

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় এক রাতে তিনটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনজন। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৮ ডিসেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যে রামচন্দ্রদী দক্ষিপাড়ার কৃষক আব্দুল হালিমের বাড়িতে প্রথম হামলা চালায় ৯-১০ জনের একদল সশস্ত্র ডাকাত। পরিবারের সদস্যরা বাধা দিলে আব্দুল হালিম, তার স্ত্রী কামরুন নাহার এবং মেয়ে সুমাইয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা। ডাকাতরা বাড়ি থেকে লুট করে নেয় দেড় ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রূপা, ৭ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোন। ডাকাতদের যাওয়ার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল হালিমের অবস্থা গুরুতর।

এর আগে একই দল রাত আড়াইটার দিকে উত্তর পাড়ায় মো. ইব্রাহিম এবং বেলায়েত হোসেনের বাড়িতে হামলা চালায়। সেখান থেকে লুট করা হয় আধা ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা, ৫টি মোবাইল এবং বিভিন্ন মুদি মালামাল।

ঘটনার পরপরই গোপালদী তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান বলেন, ‘ডাকাতির খবর পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে বারবার এমন ডাকাতির ঘটনায় রামচন্দ্রদী ও উত্তরপাড়া এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়রা পুলিশের নিয়মিত টহল এবং সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১