• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:১৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৫:১৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২১ মার্চ ২০২৫ সকাল ০৭:৪১:৩৯

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতিকালে সজিব হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রয়েল মিয়া নামে অপর এক ব্যবসায়ী আহত হন।

নিহত সজিব হোসেন কালিয়াকৈর উপজেলার গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি এলাকায় মাটি ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে হাটুরিয়াচালা বাজারে যাচ্ছিলেন। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা আঞ্চলিক সড়কের বনের মধ্যে একদল ডাকাত তাদের গতিরোধ করে।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ডাকাতরা সজিব হোসেনকে ধরে ফেলে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রয়েল মিয়া দৌড়ে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে, অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় একজন ব্যবসায়ী নিহত, একজন আহত হয়েছেন। এলাকাবাসীর সহায়তায় দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১