নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে সারাদেশেই কমবেশি চুরি, ডাকাতিসহ ছোটখাটো ঘটনা ঘটছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একই অবস্থা বিরাজ করছে বলে জানান অনেকেই। ঢাকার কাছে এই উপজেলার পাড়া-মহল্লা ও গ্রামের মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইয়ের আতঙ্কে রয়েছে।
বেশ কয়েকদিন ধরে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গভীর রাতে ডাকাত এসেছে বলে হইহুল্ল করেছেন এলাকাবাসী। গভীর রাতে ডাকাত প্রতিরোধে কোনো মাধ্যম না পেয়ে মসজিদের মাইকে মাইকিংও করতে শোনা গেছে অনেক গ্রামে। এমন পরিস্থিতিতে এই দুই উপজেলায় রাতেরবেলা বিভিন্ন গ্রামে গ্রামবাসী মিলে পাহারার ব্যবস্থা করেছে।
গত কয়েকদিন ধরে নিজ নিজ এলাকায় নিরাপত্তা দিতে রাতে লাঠিসোঁটা হাতে নিয়ে যুবকদের পাহারা দিতে দেখা গেছে। তবে কোথাও চোর, ডাকাত ও ছিনতাইকারীকে গ্রামবাসী শনাক্ত বা আটক করেনি।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘ডাকাতি বা চুরি ছিনতাইয়ের বিষয়ে এ পর্যন্ত আমাদের কেউ জানায়নি। শুনেছি ডাকাত আতঙ্কে গ্রামে পাহারা দিচ্ছে গ্রামবাসী। তবে, গ্রামে ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। পুলিশের গাড়িগুলো ঠিক হলেই টহলের ব্যবস্থা হলে আশা করি এসব ঠিক হয়ে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available