• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০১:৪৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৮:৫৯

জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, কাজিরহাট এলাকার মৃত দবির মোল্লার ছেলে কালু মোল্লা (৩৫) ও রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা হাকিম কাজীর ছেলে পান্নুকাজী (৩৫)।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বাসিন্দা ফেরদৌস ও তার বন্ধু লাদেন ইসলাম ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা দেয়। রাত আনুমানিক ২টায় জাজিরা উপজেলার কাজিরহাটের সবুজ ছাতা থেকে ২০০ গজ সামনে কাজিরহাট গামী ব্রিজে পৌঁছালে ৭-৮ জন অজ্ঞাতনামা ডাকাত দা, ছুড়ি ও চাপাতি নিয়ে তাদের পথরোধ করে এবং মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। এরপর তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলের চাবি ফেরত দিয়ে ডাকাতরা চলে যায়। ডাকতরা দুইজনের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন ডাকাতির কবলে পড়া ফেরদৌস। অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩