মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নানা সমস্যায় ব্যাহত হচ্ছে সরকারি ডাকসেবা। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত মাশুল দিয়ে বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পণ্য আদান-প্রদান করতে বাধ্য হচ্ছেন। এদিকে মেহেরপুর ও গাংনী উপজেলায় বাড়ি ভাড়া নিয়ে কোনো রকমে কার্যক্রম পরিচালনা করছে ডাক বিভাগ।
জানা গেছে, ডাক বিভাগ কর্তৃপক্ষের অবহেলা আর নানা সমস্যার কারণে মেহেরপুরে ডাক সেবা ব্যাহত হচ্ছে।
সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য, কলকারখানা বাস মিনিবাস চলাচল করলেও অবরোধ ও হরতালের কারণ দেখিয়ে মেহেরপুর জেলায় ডাক পরিবহন সেবা বন্ধ রেখেছে ডাক বিভাগ। এতে জরুরি ও প্রয়োজনীয় চিঠিপত্র আদান-প্রদানে দুর্ভোগ পেহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। এছাড়া দেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার ঘটলেও এর ছোঁয়া লাগেনী উপজেলা সদরের ডাকঘরগুলোতে। এ কারণে গাংনী উপজেলা ডাকঘরে অনলাইন লেনদেন বন্ধ রয়েছে।
মেহেরপুর প্রধান ডাকঘরের নতুন ভবন নির্মাণাধীন ও গাংনী উপজেলা ডাকঘর ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়ি ভাড়া নিয়ে কোনোরকমে কার্যক্রম পরিচালনা করছে।
তাছাড়া পরিবহন ব্যবস্থার সনাতন পদ্ধতির কারণে বাংলাদেশ ডাক বিভাগ গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত মাশুল দিয়ে বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পণ্য আদান-প্রদান করছেন।
প্রতি বছর সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিলেও সেবার মানের দিক থেকে বেসরকারি সেবা খাতের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ডাক বিভাগ। সার্বিক বিষয় খতিয়ে দেখে ডাক বিভাগের সেবার মান বৃদ্ধি করা হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
এ বিষয়ে মেহেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবু সাঈদ মো. জহুরুল হক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available