কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ডাক বিভাগের ভবন উদ্বোধন করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের আওতায় আগামী ৬ মাসের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান দেশের ৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
৯ মার্চ শনিবার কুষ্টিয়ায় প্রধান ডাক ঘর চত্বরে ডাক অধিদফতরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নব-নির্মিত প্রধান ডাকের ভবনের শুভ উদ্বোধন করেন পলক।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান, ডেপুটি পোস্ট মাস্টার কুষ্টিয়া মিরাজুল হক, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ইএমসি) খন্দকার মাহবুব হোসেন, কুষ্টিয়া প্রধান ডাক ঘরের প্রধানপোস্ট মাস্টার আবুল কালাম আছাদ, সুপার অলক কুমারসহ রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীরা।
পরে প্রতিমন্ত্রী কালিশংকপুরে শেখ কামালা আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available