• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৬:৪৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ০২:০৬:৪৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫৯তম ব্যাচের মক ট্রায়াল অনুষ্ঠিত

৬ নভেম্বর ২০২৩ সকাল ১১:৩৮:০১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫৯তম ব্যাচের মক ট্রায়াল অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। মক ট্রায়ায়ে এন আই এ্যাক্ট (Negotiable Instruments Act) এর ধারা ১৩৮ অনুসারে চেক ডিজ অনার এর একটি মক মামলা শুনানি করেন মামলাকারীর পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা।

৫ রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের মুট কোর্ট রুমে আইন বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান।

মক ট্রায়ালে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীরা, তাদের নেতৃত্ব দেয় এনায়েত হোসেন ও মিতু। অন্যদিকে আসামি পক্ষ একই ব্যাচের মো. সৌরভ মিয়া ও নাঈম ইসলামের নেতৃত্বে শুনানি করেন।

উল্লেখ্য, চেক হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য দলিল, যার ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে সচরাচর করে থাকি। আপনি যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত ব্যক্তিগত বা ব্যবসায়িক চেক নির্দিষ্ট তারিখে কিংবা চেকের মেয়াদকালের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে গেলে ব্যাংক Insufficient Fund অর্থাৎ অপর্যাপ্ত তহবিল কিংবা সিগন্যাচার মিসিং ইত্যাদি মন্তব্যে আপনার চেকটি ফেরত দেন তথা ডিজঅনার করেন, তখন চেক ডিজ অনার মামলা দায়ের করা হয়।

মামলার কারণ উদ্ভব হওয়ার এক মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। যদি চেক ডিজ অনার মামলা দায়েরে তামাদি হয়ে যায় কিংবা চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তবে এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় না করে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫