নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনের বাংলাদেশ ডেনিম এক্সপোর আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হয়েছে ৬ নভেম্বর মঙ্গলবার।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এ প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে দ্য ব্ল নিউ ওয়ার্ল্ড। ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭তম আসরে অংশ নেয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, পশ্চিমের দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিমের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। তুরস্ক, পাকিস্তান ও ভিয়েতনামসহ প্রায় সব প্রতিযোগী দেশ সব সময়ই ডেনিম বাজারে শক্তিশালী অবস্থানে থাকায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোয় উচ্চ মূল্যস্ফীতির কারণে তিন বছরে ডেনিম পণ্যের বিক্রি কমেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরি এবং স্টাইলিশ গার্মেন্টসের এমডি ও বিপিসিসিআইয়ের পরিচালক মাকসুদা চৌধুরি, বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন।
এসময় সফলভাবে পোশাক শিল্প এবং দেশকে ব্র্যান্ডিং ও ইমেজ বৃদ্ধি করতে এই আন্তর্জাতিক আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available