আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস একটি প্রতিবেদন নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় আটক মার্কিন বন্দিদের ভাগ্য নিয়ে আলোচনা করার জন্য বিদেশে বন্দি মার্কিন বন্দিদের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাডাম বোহলারকে পাঠিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বুধবার এ তথ্য জানিয়েছেন। লিভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমেরিকার জনগণের সর্বোত্তম স্বার্থে বিশ্বব্যাপী আলোচনায় জড়িত হওয়া এমন একটি বিষয় যেটাতে প্রেসিডেন্ট বিশ্বাস করেন। প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে এটিই আমেরিকার জনগণের জন্য সঠিক কাজ।'
মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে আখ্যা দেয়ার পর তিনি এ মন্তব্য করেন। মার্কিন-সমর্থিত ইসরাইলি দখলদারিত্ব এবং আগ্রাসন প্রতিরোধ করার আন্দোলনে অটল থাকার কারণে ১৯৯৭ সালে ওয়াশিংটন হামাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।
এদিকে বুধবার এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লিভিট বলেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ইসরাইলের সাথে পরামর্শ করা হয়েছে।’
আমেরিকান ওয়েবসাইট অ্যাক্সিওস ‘বিষয়টির সাথে পরিচিত সূত্র’ উদ্ধৃত করে আলোচনার দিকে ইঙ্গিত করে একটি প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরেই এই মন্তব্য এলো। হামাস এবং তার সহযোগী প্রতিরোধকামী সংগঠনগুলো ওয়াশিংটনের সবচেয়ে প্রিয় আঞ্চলিক মিত্র ইসরাইলি সরকারের বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেছে। সূত্র: পার্সটুডে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available